সন্দ্বীপ থানার ওসি চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত
নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপ
সন্দ্বীপের সকল এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার,সকল ধরনের মাদক দ্রব্য উদ্ধার,
অবৈধ অস্ত্র উদ্ধার, ও অবৈধ অস্ত্রের কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার,
বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাতি মামলার আসামীদের গ্রেপ্তার।আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ও এলাকার শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার,
নাগরিকদের হারানো মোবাইল উদ্ধার, দ্রুততম সময়ের মধ্যে মামলা তদন্তে ব্যাপক সফলতার ফলস্বরূপ চট্টগ্রাম জেলার মধ্যে 'খ' শ্রেণিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ওসি শফিকুল আলম চৌধুরী। আমি মনে করি, এই অর্জন তার চৌকস মেধার প্রতিফলনের অংশ বিশেষ।
আজ ২৫/০৯/২৫ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার সকাল ৯:৩০ ঘটিকার সময় জেলা পুলিশ লাইন্স চট্টগ্রাম এ চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম(বার) মহোদয় এর নিকট হইতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন, সন্দ্বীপের সাড়ে ৪ লক্ষ লোকের আস্তাভাজন ওসি শফিকুল আলম চৌধুরী।
সম্মানিত সীতাকুণ্ড সার্কেল জনাব লাবীব আবদুল্লাহ স্যারের সার্বক্ষণিক সহযোগিতা,আমাদের সন্দ্বীপ থানার সকল অফিসার, ফোর্সের দায়িত্বশীলতা ও আন্তরিক মনোভাব সহ সর্বোপরি সন্দ্বীপ থানা এলাকার সাধারণ মানুষের সর্বাঙ্গীন সহযোগিতায় চট্টগ্রাম জেলার মধ্যে 'খ' শ্রেণিতে, শফিকুল আলম চৌধুরী শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় সন্দ্বীপের সর্বস্তরে জনগণদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি।
সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম(বার) মহোদয়কে।
একটি মন্তব্য পোস্ট করুন