সন্ধানে বাংলাদেশ সংবাদ



 রাজশাহীর কেশরহাট মহিলা কলেজে বৃক্ষরোপণ ও তাল বীজ রোপণ উৎসব অনুষ্ঠিত



মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী 


রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট মহিলা কলেজ মাঠে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বৃক্ষরোপণ ও তাল বীজ রোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।


রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কলেজ মাঠে বকুল গাছ রোপণ এবং কলেজ প্রাঙ্গণ ঘিরে তাল বীজ রোপণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন কেশরহাট মহিলা কলেজের অধ্যক্ষ তাজরুল ইসলাম, ব-দ্বীপ বাংলাদেশের সম্পাদক একেএম ফজলুল হক মনোয়ার, নির্বাহী সম্পাদক আবদুল জলিল, রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম নাবিল, ব-দ্বীপ বাংলাদেশের রাজশাহী জেলা প্রতিনিধি মোঃ আলা উদ্দিন মন্ডল, বার্তা সম্পাদক এনামুল হক মনি, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক কেএম আনোয়ার হোসেন, সদস্য মোঃ পলাশ শেখ, আবদুল মান্নান ও নাবিউর রহমান চয়ন।


বক্তারা বলেন, বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া প্রয়োজন।


শেষে কলেজের চারপাশে তাল বীজ রোপণ করে এ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

Post a Comment

أحدث أقدم