নওগাঁয় তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ ও র্যালি
মেহেদী হাসান অন্তর, নওগাঁঃ
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মোঃ নাসিমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আমিরুল ইসলাম এবং চিফ ইনস্ট্রাক্টর (বিভাগীয় প্রধান, নন-টেক) খোন্দকার মোঃ সোহাইল ইসলাম। এ ছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ইনস্ট্রাক্টর, জুনিয়র ইনস্ট্রাক্টর, যুব রেড ক্রিসেন্ট সদস্য, রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষার শপথ নেন এবং একটি সবুজ, সুন্দর ও টেকসই পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার করেন। উপস্থিত সবাই বলেন, “একটি গাছ মানেই একটি প্রাণ, একটি নতুন আশার প্রতীক। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
একটি মন্তব্য পোস্ট করুন