সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



পরিবেশ রক্ষায় ‘সাদা পাথর’-এর গুরুত্ব


নিজস্ব প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন


পরিবেশবিদ ও স্থপতি ইকবাল হাবিব বলেন, সাদা পাথর প্রাকৃতিকভাবে যেসব স্থানে জমে, সেগুলো সাধারণত পানির তীব্র স্রোতের অঞ্চল। এই পাথর স্রোতের গতিকে ভেঙে ধীর করে, ফলে পানি প্রবাহ নিয়ন্ত্রণে থাকে। একই সঙ্গে পানিতে অক্সিজেন মিশিয়ে প্রাকৃতিকভাবে তা বিশুদ্ধ করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা বৈজ্ঞানিকভাবে ‘Solar Aquatic Natural Process of Treatment’ নামে পরিচিত।


তিনি আরও বলেন, যদি এই পাথর সরিয়ে ফেলা হয়, তবে পুরো প্রাকৃতিক সিস্টেম ভেঙে পড়ে। এতে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে দুই পাড়ে প্লাবন ও ভাঙন সৃষ্টি হয়। পাশাপাশি পানি সাংঘাতিকভাবে দূষিত হয়ে পড়ে, যা অনেক এলাকার খাবার পানির চাহিদাকে বিপন্ন করে। এসব ধ্বংসাত্মক কার্যক্রম জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে।

Post a Comment

নবীনতর পূর্বতন