দুর্গাপুরে জুলাই শহীদের স্মরণে দোয়া ও স্বৈরাচার হাসিনা পতন উপলক্ষে আলোচনা সভায় আবু সাঈদ চাঁদ
স্টাফ রিপোর্টার,
রাজশাহী দুর্গাপুর ৭ং জয়নগর ইউনিয়নের পারিলা প্রগতি সংঘের উদ্যোগে ১৫ই আগষ্ট নোনামাটিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জুলাই-আগষ্ট/২৪ গণ অভ্যুত্থানের শহীদ স্মরণে দোয়া ও স্বৈরাচার হাসিনা পতন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ শামসুর রাহমানের সভাপতিত্বে,সোহেল রানা,জিলহজ ইসলাম ও আলামিন হক বিজয়ের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবু সাঈদ চাঁদ,আহবায়ক, রাজশাহী জেলা বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক বিশ্বনাথ সরকার,সদস্য সচিব,রাজশাহী জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুর রহমান মন্টু, সদস্য,আহবায়ক কমিটি রাজশাহী জেলা বিএনপি,মোঃ কামরুজ্জামান আয়নাল,আহবায়ক,দুর্গাপুর উপজেলা বিএনপি, অধ্যাপক মোঃ জোবায়েদ হোসেন,সদস্য সচিব,দুর্গাপুর উপজেলা বিএনপি, অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু,আহবায়ক, দুর্গাপুর পৌরসভা বিএনপি, আহম্মদ রেজাউল হক স্বপন,সদস্য সচিব, দুর্গাপুর পৌরসভা বিএনপি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আহম্মেদ রেজাউল করিম রেজা,সাবেক চেয়ারম্যান,১নং নওপাড়া ইউনিয়ন,রবিউল ইসলাম খান রবিন,সাবেক চেয়ারম্যান,৩ নং পানানগর ইউনিয়ন,অধ্যক্ষ মোঃ হোসেন আলী শাহ্,সাবেক সাধারণ সম্পাদক,দুর্গাপুর উপজেলা বিএনপি,মোসাঃ রুপালী খাতুন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান,জয়নগর ইউনিয়ন,হাজী মোঃ শামসুল হক,সাবেক সহ-সভাপতি,জয়নগর ইউনিয়ন বিএনপি,মাহাবুব রহমান সান্টু,সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক,বিএনপি নেতা জাকির হোসেন,মাসুদ রানা,দেলুয়াবাড়ি ইউনিয়ন,উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম আজম,উপজেলা যুবদল নেতা মাইনুল ইসলাম,জেলা যুবদল নেতা শহীদ,কৃষক দলের উপজেলা আহবায়ক মোহাইমিনুল হক রেন্টু, কৃষক দলের সদস্য সচিব হান্নান, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ফিরোজ চৌধুরী সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী।
প্রধান বক্তা বিশ্বনাথ সরকার ও প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ তাঁদের বক্তব্যে বলেন,১৯৮৬ সালের প্রতিষ্ঠাত পারিলা প্রগতি সংঘ, দীর্ঘ ৩৯ বছর পর হলেও এই ক্লাবে কোন উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়নি এই জয়নগর ইউনিয়নের, ক্লাবের ঘর কাঁচা মাটির, রাস্তাঘাটের বেহাল অবস্থা, বিএনপি সরকার ক্ষমতায় আসলে পারিলা ক্লাব ঘর পাকা করনে এবং রাস্তা ঘাট উন্নয়নে বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তাঁরা স্বৈরাচার হাসিনার বিভিন্ন কু-কর্ম তুলে ধরেন। তাঁরা বলেন, আগামীর নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সব থেকে কঠিন নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনার কোন বিকল্প নেই। ৩১ দফা বাস্তবায়নে সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা। তাঁরা আরও বলেন, বিএনপি কোন একক ব্যক্তির দল নয় তাই ভাইয়ের রাজনৈতি ছাড়ে দলের রাজনীতিতে ঐক্যবদ্ধ হোন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ধানের শীষ প্রতীক ভালবেসে বিএনপির রাজনীতি করুন। পরিশেষে তাঁরা পারিলা প্রগতি সংঘের এমন মহৎতি উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন এবং ২১ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটির সভাপতি মোঃ জিলহজ ইসলাম ও আলামিন হক বিজয়কে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন ও জুলাই/২৪ শহীদের জন্য দোয়ার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।
সভা শেষে আবু সাঈদ চাঁদ এবং বিশ্বনাথ সরকার বিএনপির নির্যাতিত পরিবার ৭ নং জয়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মোঃ শামসুল হকের(সাবেক ছাত্রনেতা বিজয় পরিবার)পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
إرسال تعليق