সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



মানবতার সেবায় প্রতিবন্ধি দের উন্নত মানের মেডিকেল বেড দিল আল মুসাইদাহ ফাউন্ডেশন 


মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম 



দুইজন অসহায় প্রতিবন্ধিদের উন্নত মানের মেডিকেল বেড উপহার দিলেন সামাজিক ও মানবিক সেচ্ছাসেবী সংগঠন আল মুসাইদাহ ফাউন্ডেশন এর এক শুভাকাঙ্ক্ষী র অর্থায়নে ।

গত শনিবার ১৬ আগস্ট দুই প্রতিবন্ধীকে উন্নত মানের মেডিকেল বেড গুলো তাদের পরিবার কে হস্তান্তর করা হয়েছে। 

 প্রতিবন্ধী অক্ষম মানুষেরা চিরকালই সমাজে সবলদের দ্বারা উপেক্ষিত ও অবহেলিত হয়ে আসছে। অথচ ইসলামের নির্দেশনা অনুযায়ী তাদের সঙ্গে সদাচরণ, সাহায্য-সহযোগিতা এবং অন্যদের ওপর তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। বিপদ-আপদে সব সময় তাদের পাশে দাঁড়ানো মানবতা ও ইমানি দায়িত্ব। মানবতার সবচেয়ে করুণ দৃশ্যগুলোর একটি—বৃদ্ধ বাবা সারাক্ষণ ক্যাথেটার নিয়ে চলেন, মা কানে শুনতে পান না। তাদের দুই ছেলে—একজন ১২ বছর, আরেকজন ১৮ বছর ধরে শুয়ে আছে একেবারে বিছানার সাথে লড়াই করে। ছাড়পোকার কামড় খেয়ে মাসের পর বছর। দিনের পর রাত ছারপোকার কামড়ে রক্তাক্ত হয়ে যেত তাদের শরীর, ঘুম যেন ছিল এক অপ্রাপ্য স্বপ্ন। আল মুসাইদাহ ফাউন্ডেশন তাদের জন্য এগিয়ে এসেছে। দুই প্রতিবন্ধী ভাইকে উপহার দেয়া হলো দুইটি উন্নত মানের মেডিকেল বেড। এই বেড পেয়ে অসহায়ত্ব শরীর নিয়ে হাসি ফটুলো তাদের মুখে, তারা বললো দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছি ছারপোকার কামড়ে,শরীরের চারপাশে কামড়াতো। আপনাদের বেড উপহার পেয়ে আমাদের খুব উপকার হবে। এই সময় উপস্থিত ছিলেন আল মুসাইদাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন আবু হাসান, তিনি বলেনযে ঘরে ব্যথা ছিল প্রতিদিনের সঙ্গী, আজ সেখানে একটু হলেও স্বস্তির নিশ্বাস বইছে। মানবতার এই যাত্রায় আমাদের একটাই প্রার্থনা হে আল্লাহ, এই পরিবারটিকে সহজ করে দাও। এই আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর উপদেষ্টা জনাব রতন সেন, সাধারণ সম্পাদক আবদুল কাদের রোবেল, সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য বৃন্দ।

Post a Comment

নবীনতর পূর্বতন