রাজিবপুরে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে পাঁচজন গ্রেফতার
নুর মোহাম্মদ রোকন কুড়িগ্রাম :
কুড়িগ্রামের রাজিবপুরে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ আগস্ট ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার বড়ুইডাঙ্গি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
রাজিবপুর থানার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়ুইডাঙ্গি গ্রামে জুয়ার আসর বসানোর খবর পেয়ে থানার একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১০ হাজার ১৯০ টাকা নগদ এবং তিন বান্ডিল তাস জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বড়ুইডাঙ্গি গ্রামের সাইফুল ইসলাম (পিতা মৃত মোসলেম উদ্দিন), রাশেদ (পিতা মৃত আবু বক্কর), শাহ আলম (পিতা মৃত আবুল হোসেন), খোকন (পিতা মৃত সামছুল) এবং সুজন (পিতা জহুরুল)।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, “আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
إرسال تعليق