সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



জামালপুরে নির্যাতন করে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগ স্বামী সুজনের বিরুদ্ধে 


মোঃ রিফাত হাসান 

জামালপুর প্রতিনিধি.


জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের দখলপুর আটাপাড়া গ্রামে নিজ বাড়াতে সাবিনা নামের গৃহবধূর নিহতের খবর পাওয়া গেছে। 


 অভিযোগ সূত্রে যানা যায়- হরিপুর গ্রামের হাসেন আলীর মেয়ে সাবিনাকে পাঁচ বছর আগে, বিয়ে দেই, ঘোড়াধাপ ইউনিয়নের দখনপুর আটাপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে সুজনের কাছে। বিয়ে দেওয়ার পর থেকেই বিভিন্ন সময় তার উপর নির্যাতন করতো সুজনের  পরিবার। অনেক সময় টাকা দাবী করতো। মেয়ের পরিবার সাধ্যমত টাকা দিতো, মেয়ে যেনো, সুখে থাকে, তার উপার যেন নির্যাতন না হয়। গতকাল ২০ অক্টোবর সাবিনাকে নির্যাতন করে টাকা, দাবী করলে,   সাবিনা বিষয়টি তার মাকে জানায়, তার দীর্ঘ সময় পরে, সেখান থেকে তার মৃত্যু খবর আসে। সাবিনার বাবা মা সহ অনেকে সেই বাড়িতে গেলে, তার নিথর দেহ পরে থাকতে দেখে। স্বামীর পরিবারের কাউকে সেখানে পাওয়া যায় না।  এ বিষয়ে মেয়ের আরেক মা কাজলি বেগম জানান, আমার মেয়েকে সুজনের পরিবার মেরে ফেলেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ঘোড়াধাপ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ২ নং ওয়াড়ে একটি মেয়ে মারা গেছে বলে, মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে পোস্টমর্টেম  দাবি করে, মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান, মেয়ের পরিবার। পুলিশ নিহত সাবিনাকে  উদ্ধার করে, জামালপুর সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য হস্তাস্তর করেছে ।

Post a Comment

أحدث أقدم