সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



দেওয়ানগঞ্জে ১৬ জন পরিবার গৃহ বন্দী 




দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

মোঃ রিফাত আলী 




স্বৈরাচারের পতন হলেও তার দোষর নয়া মিয়ার স্বৈরাচারী দৌড়াত্বে গৃহবন্দী হয়ে আছে একটি পরিবারের ১৬ জন সদস্য। ঘটনাটি দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর ঠোঁটাপাড়া গ্রামের । 

মঞ্জুরুল হক নয়া পেশায় একজন ঠিকাদার । তার কাজই দুই নাম্বার । বলার কেউ নেই, কারণ সে এই উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি । এলাকায় ক্ষমতার প্রভাব খাটানোর ফলে তার অত্যাচার ও মামলার ভয়ে এলাকাবাসী সবসময় ভীত থাকে । এখন সে এলাকা ছেড়ে জামালপুর জেলা শহরে পলাতক থাকলে ও এলাকায় প্রভাব বিস্তার করেই যাচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগ । 

চর ভবসুর ঠোঁটাপাড়া গ্রামের বাসিন্দা আমির আলী সহ তার পরিবারের ১৬ জন সদস্যকে গৃহবন্দী করে রেখেছেন নয়া মিয়া। ভুক্তভোগী আমির আলীর ভাষ্য, মনজুরুল হক নয়া চুকাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ মানুষদের বিভিন্ন ধরনের ক্ষতি করেছে, মহল্লার যাতায়াতের যে রাস্তাটিতে দেয়াল তুলে বন্ধ করে দিয়েছে । নিরুপায় হয়ে বাড়ির পাশে একটি কলা বাগান দিয়ে চলাচল করলে সেই সড়কটিও নয়ার নির্দেশে বন্ধ করে দেয় তার ভাই ফারুক ও জয়নাল । এখন ঘর থেকে বের হওয়ার উপায় নেই । 

ভুক্তভোগী আমির আলীর ছেলে ওসমান গনি উজ্জ্বল বলেন, আমাদের যাতায়াতের রাস্তা একেবারে বন্ধ করে দিয়েছে আমার কোনভাবেই চলাচল করতে পারছি না। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমাদের চলাচলের রাস্তাটি বের করে দেওয়ার জন্য অনুরোধ করছি ।

রাস্তা বন্ধ করে দেওয়ার বিষয়টি লিখিত ভাবে পৌর প্রমাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো হয়েছে ।  

আমরা চাই প্রশাসনিক কর্মকর্তারা এসে সরেজমিনে বিষয়টি দেখে একটি মানবিক পদক্ষেপ গ্রহণ করবেন ।

Post a Comment

أحدث أقدم