সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



গোমস্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন 


মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি

এই স্লোগানকে প্রতিপাদ্য করে " সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৮-২৪ আগস্ট 

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী করা হয়েছে।




জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫ উদযাপন উপলক্ষে সোমবার(১৮ আগস্ট ) সকালে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর'এর আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী, পোনামাছ অবমুক্তকরন ও উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।


 এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী,


এস সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, কৃষি কর্মকর্তা, সাকলাইন হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল আওয়াল,গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নূর মোহাম্মদ , গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল ওয়াদূদ,সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, গোমস্তাপুর স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ,সাধারণ সম্পাদক আমিনুল ইসলামপ্রমূখ মৎস্য চাষিরাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Post a Comment

أحدث أقدم