সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



দিনাজপুর দশ মাইলে মানববন্ধন ও বিক্ষোভ বাস মালিক সমিতির নির্যাতন, হামলাকারীদের বিচারের দাবি


মো:মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি 


দিনাজপুরের দশ মাইলে বাস মালিক সমিতির নির্যাতন ও হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিএনজি, থ্রি হুইলার ও সমজাতীয় যান চালক সংগ্রাম পরিষদ।


আজ বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে দশ মাইল এলাকায় এ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। দশ মাইল সিএনজি ও থ্রি হুইলার চালক পরিষদের সভাপতি আবু হানিফের সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সমজাতীয় যান চালক সংগ্রাম পরিষদের সদস্য সচিব আব্দুস সালাম, দিনাজপুর সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক জনক রায় প্রমুখ।


সভায় বক্তারা বলেন, “দিনাজপুরের দশ মাইল এলাকায় দীর্ঘদিন ধরে বাস মালিক সমিতির প্রভাবশালী কিছু লোক সিএনজি ও থ্রি হুইলার চালকদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। বিভিন্ন সময় চালকদের মারধর, হয়রানি এমনকি চাঁদাবাজির শিকার হতে হচ্ছে।”


সাধারণ সম্পাদক আব্দুল মালেক অভিযোগ করে বলেন, “সম্প্রতি আমাদের একাধিক সহকর্মীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। অথচ এর কোনো সুষ্ঠু বিচার হয়নি। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি চাই।”


আব্দুস সালাম বলেন, “আমরা বৈধভাবে জীবিকা নির্বাহ করছি। কিন্তু বাস মালিক সমিতির প্রভাবশালীরা আমাদের অবৈধভাবে দমন করতে চাচ্ছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, এই নির্যাতনের অবসান ঘটাতে হবে।”


জনক রায় তার বক্তব্যে বলেন, “শ্রমজীবী চালকদের উপর হামলা ও দমন-পীড়ন শুধু গণতন্ত্রের জন্য নয়, মানুষের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। আমরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানাচ্ছি।”


বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের ন্যায্য দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।



দিনাজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ পিম বলেন,

“সরকারি নীতিনির্দেশনা অনুযায়ী মহাসড়কে সিএনজি বা থ্রি হুইলারে যাত্রী উঠানামা নিষিদ্ধ রয়েছে। এ বিষয়টি বহুবার সিএনজি চালকদের জানানো হলেও তারা অতি উৎসাহিত হয়ে জোরপূর্বক যাত্রী ওঠানামা করাচ্ছে। গত মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ নিয়ে মারামারির ঘটনা ঘটে। সেখানে প্রথমে আমাদের শ্রমিকদের ওপর হামলা চালানো হয় এবং পরে আমাদের শ্রমিকরা এর প্রতিবাদ জানায় মাত্র।”

Post a Comment

নবীনতর পূর্বতন