সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



রৌমারীতে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


নুর মোহাম্মদ (রোকন)কুড়িগ্রাম:


 কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার শাপলা চত্ত্বর ভোলার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বাসিন্দা মো. রিদয় খান (৩২) এবং মো. রাব্বি তালুকদার (৩৩)।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Post a Comment

أحدث أقدم