তজুমদ্দিনে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”
খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে আলোচনা সভা, দোয়া-মোনাজাত, র্যালি, বৃক্ষরোপণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ সুমন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহ মো. শাহিন শাজি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আকিব জাবেদ চৌধুরী, হাসনাইন মাহমুদ নাসিম ও তানজিদ হাসান রিমন।
এছাড়াও বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মহসিন মহাজন, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান পাটওয়ারী, মো. আল মামুন, আবদুল গফুর, হাজী সাইদুর রহমান, মোরশেদ আলম তৌহীদ, জামাল উদ্দিন প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা স্বেচ্ছাসেবক দলের আদর্শ ও ত্যাগ-তিতিক্ষার কথা তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
একটি মন্তব্য পোস্ট করুন