সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



গলাচিপায় গণ অধিকারের পক্ষ থেকে ৯০০ মানুষের মাঝে রেইনকোর্ট বিতরণ


নিজস্ব প্রতিবেদক : মোঃ আনোয়ার হোসেন


"জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে রেইনকোর্ট বিতরণ করা হয়েছে।


গতকাল সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান।


এসময় ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের পক্ষ থেকে ৯ শতাধিক মানুষের হাতে রেইনকোর্ট তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জাকির হোসেন মুন্সি, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আবু নাঈম, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ মহিবুল্লাহ এনিম, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ রাসেল প্যাদা, সদস্য সচিব মোঃ আবুল হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ তাওহীদ ইমরান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।


বক্তারা বলেন, গণ অধিকার পরিষদ সবসময় গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

Post a Comment

أحدث أقدم