সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্রে আল মুসাইদাহ ফাউন্ডেশন এর উপহার 


মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি;


রাস্তায় ফুটপাতে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। হাজারো ছিন্নমূল, বেওয়ারিশ মানুষ। রাস্তাঘাটের ধুলো-বালি, দুর্গন্ধ আর অবহেলার ভিড়ে ছড়িয়ে আছে অসংখ্য হাত-পা পচা-গলা বেওয়ারিশ মানুষ। কেউ তাদের খোঁজ নেয় না, কেউ পাশে দাঁড়ায় না।প্রায়ই বিভিন্ন হাসপাতালের আশেপাশে অসুস্থ অবস্থায় অনেক মানুষকে পড়ে থাকতে দেখা গেলেও চিকিৎসার জন্য হাসপাতালে তাদের ঠাঁই হয় না। বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এই অসহায় মানুষ গুলোকে অতি যত্নে লালন-পালন করা হচ্ছে—যেন ওরাও মানুষ, ওদেরও বেঁচে থাকার অধিকার আছে। আল মুসাইদাহ ফাউন্ডেশন সেই কেন্দ্রের জন্য উপহার দিল একটি উন্নত মানের দামী ওয়াশিং মেশিন। 

গত রোববার ১৭ আগস্ট ২৫ইং ওমর ফারুক বিল্ডিং, হাসেম মেম্বারের বাড়ি, শহিদুল্লাহ পাড়া, ওয়াজেদিয়া ৬নং ওয়ার্ড, পশ্চিম বাথুয়া, হাটহাজারি, চট্টগ্রাম এ অবস্থিত বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্রের কতৃপক্ষের কাছে এই  ওয়াশিং মেশিন টা  হস্তান্তর করা হয়েছে। 

এই সময় উপস্থিত ছিলেন আল মুসাইদাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন আবু হাসান তিনি বলেন ; হয়তো কারো কাছে এটা শুধু একটি মেশিন, কিন্তু ভাবুন তো—এই মেশিনেই ধোয়া হবে সেই কাপড়গুলো, যেগুলো প্রস্রাব-

পায়খানায় ভিজে থাকে, যেগুলো না ধুলে দুর্গন্ধে শ্বাস নেওয়াই কষ্টকর।আসুন, শিখি—মানবতা মানেই ভাগাভাগি, মানবতা মানেই পাশে দাঁড়ানো।

এতে আরো উপস্থিত ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শওকত হোসেন, আল মুসাইদাহ ফাউন্ডেশন এর উপদেষ্টা জনাব রতন সেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সদস্য ওমর ফারুক, ইউছুফ, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন মোহাম্মদ ওমর ফারুক সহ ফাউন্ডেশন এর অনন্য সদস্য বৃন্দ।

Post a Comment

নবীনতর পূর্বতন