সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



দুর্গাপুরে প্রিয় মুখ 'কণ্ঠশিল্পী' গামছা ডালিম বিদ্যুৎস্পৃষ্টে-নিহত



স্টাফ রিপোর্টার-


"কণ্ঠশিল্পী"তরিকুল ইসলাম ডালিম ওরফে গামছা ডালিম (৩৬) বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামে একটি গভীর নলকূপে বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় দুর্ঘটনাটি ঘটে।

তরিকুল ইসলাম ডালিম রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের আয়ুব আলীর ছেলে। তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুর্গাপুর কার্যালয়ে সহকারী ইলেকট্রিশিয়ান (মাস্টাররোল) পদে কর্মরত ছিলেন।

ডালিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা।


নিহতের চাচা ও সমাজসেবক সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার শ্রীপুর গ্রামের একটি গভীর নলকূপে বৈদ্যুতিক সমস্যার খবর পেয়ে ডালিম সেখানে যায়। কাজ করার সময় লোহার মই বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডালিমের স্ত্রী ও দুটি ছোট কন্যাসন্তান রয়েছে।তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।

প্রতিবেশী রঞ্জু জানান, “ডালিম গান-বাজনায় দারুণ পারদর্শী ছিলেন। তিনি ‘বাউল গামছা ডালিম’ নামে পরিচিত ছিলেন। ছোটবেলা থেকেই গানের চর্চা করতেন এবং দেশের বিভিন্ন গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। বেসরকারি একাধিক টিভি চ্যানেলে গান পরিবেশন করেছেন তিনি। আরটিভির জনপ্রিয় রিয়েলিটি শো বাংলার গায়েন-এ তিনি ৩০তম স্থান অর্জন করেছিলেন।

তাঁর অকাল মৃত্যুতে শিল্পী সমাজ, সহকর্মী ও দুর্গাপুর উপজেলাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এক প্রতিভাবান শিল্পীর চলে যাওয়া দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

Post a Comment

নবীনতর পূর্বতন