সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



সরাইলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ ইং পালিত


  আব্বাস উদ্দিন :জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) 


"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে বিভিন্ন এলাকার মৎস্য খামারি ও মৎসজিবীদের উপস্থিতিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ছায়েদুর রহমানের 

সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসের জসীম উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। 


বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার মো, পারভেজ আলম, উপজেলা বিএনপির সভাপতি মো আনিসুল ইসলাম ঠাকুর, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার। 


স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো,একরাম হোসেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল আলম খন্দকার, সউক এর ম্যানেজিং ডাইরেক্ট মো,মমিন হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সরাইল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মো, তাসলিম উদ্দিন, মৎস্য চাষী দুর্গাগাচরণ দাস,আলী হোসেন।

 

আলোচনা সভা শেষে উপজেলা সফল মৎস্য চাষীদের মাঝে কাজে আরও উৎসাহিত করার লক্ষে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়। 

আব্বাস উদ্দিন 

০১৭১৫৭৫৬২১০

Post a Comment

أحدث أقدم