সন্ধানে বাংলাদেশ সংবাদ



 বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্রে আল মুসাইদাহ ফাউন্ডেশন এর ম্যাট্রেস  উপহার 


মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি;


সামাজিক ও মানবিক সেচ্ছাসেবী  সংগঠন আল মুসাইদাহ ফাউন্ডেশন এর  এক শ্রদ্ধেয় উপদেষ্টার অর্থায়নে বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে আটটি উন্নতমানের ম্যাট্রেস উপহার প্রধান করা হয়।

গতকাল (১৬ আগস্ট ) শনিবার  ওমর ফারুক বিল্ডিং, হাসেম মেম্বারের বাড়ি, শহিদুল্লাহ পাড়া, ওয়াজেদিয়া ৬নং ওয়ার্ড, পশ্চিম বাথুয়া, হাটহাজারি, চট্টগ্রাম এ অবস্থিত বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্রের কতৃপক্ষের কাছে এই  আটটি উন্নতমানের ম্যাট্রেস হস্তান্তর করা হয়েছে। 

এই সময় উপস্থিত ছিলেন ; আল মুসাইদাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন আবু হাসান, তিনি বলেন:মানুষ মানুষের জন্য- এটাই আমাদের মূল লক্ষ্য। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন আল মুসাইদাহ ফাউন্ডেশন এর উপদেষ্টা জনাব  রতন সেন 

 সাধারণ সম্পাদক রুবেল সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য বৃন্দ।


বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্রর বেড সংকট কাটাতে এই উদ্যোগের প্রশংসা করলেন হাসপাতালের সকল দায়িত্বশীল গণ।

Post a Comment

নবীনতর পূর্বতন