ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে জাসাসের আয়োজনে কুড়িগ্রামে বিজয় র্যালী অনুষ্ঠিত
মোঃ মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ৬ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জাকি মোঃ আহসান হাবীব সজীব এর সভাপতিত্বে ৬ আগস্ট বুধবার সকালে কুড়িগ্রাম শিল্পকলা একাডেমি চত্ত্বর থেকে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে পালন উপলক্ষ্যে জেলা বিএনপির নির্দেশে জেলা জাসাস কুড়িগ্রামের আয়োজনে একটি বিজয় র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে এসে সমাবেশে রুপ নেয়। এ সময় র্যালীতে জেলা জাসাসের সদস্য সচিব নুরজামাল বাহাদুর, যুগ্ম আহ্বায়ক কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম রফিক ও যুগ্ম আহ্বায়ক সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম এর নেতৃত্বে জেলা জাসাস সহ উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ র্যালীতে অংশ নেয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে কলেজ মোড়ে সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
إرسال تعليق