সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



সুনামগঞ্জে কামরুলের রোগমুক্তি কামনায়,মসজিদ-মন্দিরে দোয়া-প্রার্থনা



আহম্মদ কবির,তাহিরপুর 


হাওর বন্ধু খ্যাত সুনামগঞ্জ-১আসনের বিএনপির  মনোনয়ন প্রত্যাশী,কারা নির্যাতিত নেতা,সুনামগঞ্জ জেলা জেলা বিএনপির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল হঠাৎ অসুস্থতার সংবাদ শুনে আরোগ্য কামনায় সুনামগঞ্জ-১নির্বাচনী এলাকার তাহিরপুর -মধ্যনগরসহ বিভিন্ন এলাকার মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনা করেন উনার শুভাকাঙ্ক্ষী কর্মীসমর্থকসহ সর্বসাধারণ।



জানাযায় গত ৩আগস্ট লন্ডনে অবস্থানরত উনার স্ত্রী-সন্তানদের দেখতে যান তিনি,লন্ডনে পৌঁছে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে সেখানেই বার্মিংহাম মিডল্যান্ড মেট্রোপলিটন ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।এমন সংবাদ সোস্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ায় নির্বাচনী এলাকা তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশায় উনার কর্মীসমর্থকসহ সাধারণ মানুষ কিংকর্তব্যবিমুঢ় হয়ে তার রোগমুক্তি কামনায় গত দুদিন ধরে মসজিদ -মন্দিরে দোয়া ও প্রার্থনা করেন।গতকাল শুক্রবার জুম্মা-বাদ তাহিরপুর উপজেলা বাজার জামে মসজিদ, বাদাঘাট বাজার জামে মসজিদ, একতা বাজার জামে মসজিদ, বাগলি বাজার জামে মসজিদ,মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল,হলহলিয়া জামে মসজিদসহ নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদে মোনাজাত করা হয়।অন্যদিকে একই দিনে মধ্যনগর উপজেলার ৮২গ্রাম সমন্বিত জগন্নাথ জিউর আশ্রম মন্দিরে তার রোগমুক্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।  



মমধ্যনগর উপজেলাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইনামুল গনি রুবেল তালুকদার বলেন আমাদের নেতার অসুস্থতার খবর শুনে আমরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পরি,উনার রোগমুক্তি কামনায় আমাদের ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আল্লাহপাক যেনো অতিদ্রুত সুস্থতা দান করে আমাদের নেতাকে আমাদের মধ্যে ফিরিয়ে দেন।উনি বলেন আমাদের নেতার রোগমুক্তি কামনায় আমাদের উপজেলার ৮২গ্রাম সমন্বিত জগন্নাথ জিউর আশ্রম মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। 



তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল বলেন, শুক্রবার বাদ জুম্মা উপজেলা সদরের উজান তাহিরপুর জামে মসজিদ, বাদাঘাট বাজার জামে মসজিদ, হলহলিয়া জামে মসজিদ ও একতা বাজার জামে মসজিদে কামরুজ্জামান কামরুলের রোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল হয়। এছাড়াও গত বৃহস্পতিবার তাহিরপুর বাজার জামে মসজিদেও মিলাদ মাহফিল ও দোয়া হয়।



আহম্মদ কবির 

মোবাইল ০১৭২৫৭২৪৬০০

Post a Comment

أحدث أقدم