সন্ধানে বাংলাদেশ সংবাদ



 দুর্গাপুরে শ্রমিক দল ও কৃষক দলের মাঝে প্রতি-ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 



নিজস্ব প্রতিবেদকঃ 


রাজশাহীর দুর্গাপুরে দেলুয়াবাড়ি ইউপির ১ নং ওয়ার্ড শ্রমিক দল ও কৃষক দলের মাঝে প্রতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে ৩-২ গোলের ব্যবধানে কৃষক দল জয়লাভ করেন। 


২২ আগস্ট (শুক্রবার) যুগীশো সাঃ প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৪ টার দিকে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। উক্ত ক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেলুয়াবাড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান, ১ নং যুগীশো ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হেনা, রাজশাহী জেলা যুবদলের সদস্য, সোহেল রানা শহীদ, ওয়ার্ড যুবদলের সভাপতি, হাসানুজ্জামান, ওয়ার্ড  সেচ্ছাসেবক দলের সভাপতি, সবুর রহমান,  

যুব নেতা জাহিদুল, শরিফুল, জাহাঙ্গীর আলম, ছাত্র নেতা,  আশরাফুল ইসলাম,ওয়ার্ড বিএনপির সদস্য মিজানুর রহমান, কৃষক নেতা,সুজন আলী 

প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উক্ত ক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন,  খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ভালো হয়। আগামীর যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলা সমাজিক অনুষ্ঠানের বিকল্প নেই। 


প্রতি ফুটবল টুর্নামেন্ট হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাধ্যমে জমে উঠে। শুরুতে শ্রমিক দল ২টি গোল করলেও কৃষক দল ৩ টি গোল করে ম্যাচে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন