সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে,প্রচারণা 



আহম্মদ কবির,তাহিরপুর:

বিশ্ব ঐতিহ্য দেশের দ্বিতীয় রামসার সাইট,পরিবেশ বান্ধব পর্যটন এলাকা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণ ও হাওরের উপর নির্ভরশীল স্থানীয়দের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশাসনের পাশাপাশি নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরিবেশবাদী সংগঠন 'টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম'৷ শুক্রবার (৮ আগষ্ট) দিনভর হাওরে আগত পর্যটকবাহী হাউসবোট মালিক, পর্যটক ও স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিলি করেন এই সংগঠনের সদস্যবৃন্দ।


গত ২৭ জুলাই কমিটি গঠন শেষে দিনভর হাওরের বর্জ্য অপসারণ করে টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার সংলগ্ন স্থানে জনসম্মুখে আগুনে ভষ্মিভুত করা হয়। মহতী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম।


প্রচারপত্র বিলি কার্যক্রমে উপস্থিত ছিলেন 'টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম' এর সভাপতি রাজু আহমেদ রমজান, সহ-সভাপতি দুলাল কান্তি পাল, সাধারণ সম্পাদক আহম্মদ কবির, সহসাধারণ সম্পাদক পলেন আহমদ, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মুন্না,কোষাধ্যক্ষ লিমন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাহাজ উদ্দিন সাজন, সদস্য মানিক পাল, দেলোয়ার হোসেন প্রমুখ।


আহম্মদ কবির 

মোবাইল ০১৭২৫৭২৪৬০০

Post a Comment

নবীনতর পূর্বতন