অলোকিত মানুষ গড়তে শিক্ষার্থীদের উৎসাহ দিনাজপুরে ব্যতিক্রমী সম্মাননা অনুষ্ঠান
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবীর বলেছেন, শিক্ষার্থীদের মানবকবোধ সম্পন্ন আলোকিত ভালো মানুষ হতে হবে। শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করেছে। তাদেরকে রাষ্ট্রিয়ভাবে সম্মান জানাতে না পারলে অন্যান্য শিক্ষার্থীরা উৎসাহিত বোধ করবে না।
১৪ আগস্ট বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস দিনাজপুরের আয়োজনে “পারফরমেন্স বেইজ গ্রান্টস ফল সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (পিবিজিএসডি) এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা’র আওতায় ২০২২ এবং ২০২৩ সালে দিনাজপুর সদর উপজেলার এসএসসি এবং এইচএসসি শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
পিবিজিএসআই স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা’র পরিচালক প্রফেসর মোঃ তোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাঃ তৌহিদুল ইসলাম, জোনাল সেটেলমেন্ট অফিসার দিনাজপুর মোঃ শাহীনুর ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহীন সুলতানা। পিবিজিএসডি স্কিমের উদ্দেশ্য ও লক্ষ্য এবং চলমান কার্যক্রম তুলে বক্তব্য রাখেন স্কিমের উপ-পরিচালক শাহজাহান পারভীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থী সাদিয়া জান্নাত ও হাসিবুল ইসলাম, অভিভাবক মোঃ শামীম সিদ্দিক, দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আখের আলী ও দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ লালম মিয়া। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ শাকেরিনা বেগম ও চেহেলগাজী শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় সদর উপজেলার ৩০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে এসএসসি পর্যায় ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায় ২৫ হাজার টাকাসহ ক্রেস্ট এবং সনদপত্র বিতরণ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন