কোটালীপাড়ায় বিএনপির বিজয় র্যালি ও আলোচনা সভা।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:- শেখ কামরুজ্জামান( রানা )।
জুলাই গণঅভ্যুস্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া পৌর কিচেন মার্কেট থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, জাতি চিরকাল তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
৫/৮/২৫ ইং
০১৭১৮ ০৬৬০১৮
একটি মন্তব্য পোস্ট করুন