সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



রাউজানের কদলপুরে আব্দুল আজিজ আল নক্সবন্দী (রহ.) মসজিদ, মাজার ও কবরস্থানের সরকার অনুমোদিত নতুন মতোয়াল্লী নিয়োগ

মোঃ আতিক উল্লাহ চৌধুরী 

রাউজান চট্টগ্রাম প্রতিনিধি


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় থেকে আমির আলী ওয়াকফ এস্টেটের অন্তর্ভুক্ত রাউজান কদলপুরের ঐতিহ্যবাহী হযরত আল্লামা আবদুল আজিজ আল নক্সবন্দী (রহ.) পরিচালিত মসজিদ, মাজার ও কবরস্থানের সরকার অনুমোদিত নবনিযুক্ত মতোওয়াল্লী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাছির মোহাম্মদ চৌধুরী বাড়ির মরহুম মাহবুবুল হক চৌধুরীর সুযোগ‍্য সন্তান বিশিষ্ট সমাজসেবক ফজলুল হক চৌধুরী। এ উপলক্ষে গত ৮ আগস্ট (২৫) শুক্রবার দুপুরে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে

প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনিযুক্ত মতোওয়াল্লী বিশিষ্ট সমাজসেবক ফজলুল হক চৌধুরী। তিনি বলেন পরিচালনা কমিটির অন‍্যন‍্যা সদস্য ও এলাকাবাসির সার্বিক সহযোগিতা থাকলে মসজিদের অসমাপ্ত কাজ সম্পন্ন  করা সম্ভব এবং মাজারের উন্নয়ন কাজ অব‍্যাহত থাকবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে অতিথি ছিলেন রফিকুল ইসলাম চৌধুরী, সফিকুর রহমান চৌধুরী, হানিফ মাহমুদ চৌধুরী দোলন, জাগির হোসেন চৌধুরী, মাইনুল হক চৌধুরী, আনিসুর রহমান চৌধুরী, হাবিবুল হক চৌধুরী,

মাঈনুল হক চৌধুরী, জাহেদুল আলম চৌধুরী, মাহমুদুর রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান চৌধুরী, নিজাম উদ্দিন চৌধুরী, ফরহাদুর রহমান চৌধুরী, রাজিবুল হক চৌধুরী, শোয়াইবুল ইসলাম চৌধুরী, মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুল মতিন, ওয়াজিদুর রহমান চৌধুরী, মোসলেহ উদ্দিন চৌধুরী, আকিকুর রহমান চৌধুরী, সামিউল হক চৌধুরী,

চৌধুরী ইনজাম মুত্তাকী, আমিনুর রহমান চৌধুরী, সাবাব রহমান চৌধুরী,

ওয়াজিবুল হক চৌধুরী, আবদুল্লাহ আবির চৌধুরী, সামশুল দোহা চৌধুরী,

গোলাম মোস্তফা চৌধুরী প্রমুখ। দায়িত্ব গ্রহণের পর মসজিদ সংলগ্ন হযরত আব্দুল আজিজ আল নক্সবন্দী (র:) এর মাজার জেয়ারত করেন নবনিযুক্ত মতোয়াল্লী উপস্থিত অতিথিবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন। পরে দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তবারোক পরিবেশন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা আব্দুল আজিজ নক্সবন্দী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জাহেদুল আলম ফারুকী আলকাদেরী।

অনুষ্ঠানে উপস্থিত সকলে নতুন মতোওয়াল্লীর নেতৃত্বে ওয়াকফ এস্টেটের ধারাবাহিক উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা ও

অগ্রগতি কামনা করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন