সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



মহানবীকে কটূক্তির প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ ও স্বারকলিপি পেশ


মো:মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি 



দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থী কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি ও অবমাননা করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা।

রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

গণিত বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী দিপু রায় গত ১৪ আগস্ট ফেসবুক অ্যাকাউন্ট এমএসটি সুর্বণা আক্তার থেকে দিপু রায়ের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।

গণিত বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী দিপু রায় কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি ও অশ্লীল মন্তব্যের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সবুজ নামে এক ছাত্র বলেন, 'দিপু রায় ঠাকুরগাঁও সরকারি কলেজের এক মুসলিম ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে বিয়ের চাপ এলে মেসেঞ্জারে আমাদের প্রিয় নবী ও মা আয়েশা (রা.) সম্পর্কে কটূক্তি ও অশ্লীল মন্তব্য করে। এ ধরনের কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তার স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।'

ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী রিজভী আহমেদ বলেন, 'বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। সেখানে একজন অমুসলিম দিপু রায় আমাদের প্রিয় নবীকে কটূক্তি করার সাহস দেখিয়েছে। আমরা চাই তাকে ধর্ষণ মামলার পাশাপাশি নবী (সা.) কে কটূক্তির অভিযোগে পৃথক মামলা বিচার করা হউক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা সাংবাদিকদের বলেন, 'ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসন খতিয়ে দেখছে। শিক্ষার্থীরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমাদের কাছে স্মারকলিপি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, 'আমাদের প্রত্যেককে যার যার ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। অন্য কোনো ধর্ম নিয়ে কটূক্তি বা বিদ্বেষপূর্ণ মন্তব্য থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে হবে।

Post a Comment

أحدث أقدم