সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



শিলমাড়িয়ায় কিশোরদের মাঝে ফুটবল বিতরণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর  পুঠিয়া উপজেলা শিলামাড়িয়া ইউনিয়নে কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করলেন বিএনপির কর্মী রফিক। 


আজ সন্ধার মঙ্গলপাড়া বাজারে রফিক এর অফিসে আসেন, গ্রামের কিশোরা, এই সময় তাদের হাতে খেলার সামগ্রী হিসাবে ফুটবল উপহার প্রদান করেন। 


মাদক মুক্ত কিশোর ও তরুণ সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই। এর ধারাবাহিকতা বিভিন্ন সময়ে কিশোর, তরুণদের মাঝে খেলার সামগ্রী ও অনুপ্রেরণা তৈরি করতে খেলাধুলার সামগ্রি ও খেলার আয়োজনও করে থাকেন বিএনপি কর্মী রফিক। এই সময় গ্রামের বিভিন্ন শ্রেনি পেশায় মানুষ উপস্থিত ছিলেন এবং তরুণদের দিকনির্দেশনা পরামর্শ প্রদান করেন।

Post a Comment

أحدث أقدم