*আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য ইয়াবা'সহ গ্রেফতার*
নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপ
আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য শরাফত আলী শামীম(৪৯), পিতা- আবুল হাসেম মাষ্টার, মাতা- শামছুন্নাহার, সাং-বাউরিয়া, ০৩নং ওয়ার্ড, হাসেম মাস্টারের বাড়ী, থানা- সন্দ্বীপ, জেলা- চট্টগ্রাম কে অদ্য ১১/০৮/২০২৫ তারিখ রাত ০৪.২৫ ঘটিকার সময় সন্দ্বীপ থানাধীন বাউরিয়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ জনৈক আবুল হাসেম মাষ্টারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ৩২(বত্রিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীর ০৪টি ডাকাতি মামলা'সহ মোট ০৬টি মামলা রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।
إرسال تعليق