সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



রহনপুর স্টেশন শান্তিপাড়ায় সকাল থেকে যৌথ বাহিনীর অভিযান

মোঃ মুনিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ


সাব্বাস চৌধুরী ইমরুল হাসান ভাইয়া, DD DNC আপনার হাত ধরেই হোক আমাদের উপজেলা মাদকমুক্ত, স্যালুট আপনাকে। 


অভিযানে ইয়াবা ৮৪০ পিস, হেরোইন১৪০ গ্রাম, হেরোইন পুরিয়া-৪৬৯ টি, গাঁজা-১.৩০০ কেজি, চোলাইমদ-১৯ লিটার, মাদকবিক্রিত নগদ ৫৬'১৭৫/- টাকা, হেরোইন পরিমাপক মেশিন-০৩ টি, মোবাইল সেট-০১ টি উদ্ধার করা হয়। আটককৃত মোট ০৮ জন আসামী ১। আসমা (৫২)

২। চিড়ল (৫০)

৩। গুধি (৪৫)

৪। বিজলী (৫০)

৫। টানু (৩২)

৬। মরু (৩৫)

৭। কাদির (৩০)

৮। আরিফ (২৭) এই ০৮( আট) জন। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে ০৩ টি নিয়মিত মামলা রুজু করা হবে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অপর ৩ জনের মধ্যে ২ জনকে ১মাস করে এবং ০১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Post a Comment

أحدث أقدم