সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



ক্ষমতায় এলে অবহেলিত মানুষের জন্য কাজ করবেন তারেক রহমান: ব্যারিস্টার কামরুজ্জামান


মো:মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি


বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ পুত্র ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত আইন উপদেষ্টা ব্যারিস্টার এ. কে. এম. কামরুজ্জামান। তিনি বলেন, “তারেক রহমান ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হলে দেশের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করবেন।”


সোমবার সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, নির্বাচনের সময়সূচি ইতোমধ্যে নির্ধারিত হয়েছে, আর তার আগেই তারেক রহমান দেশে ফিরবেন।


এর আগে তিনি ওই এলাকার বিভিন্ন স্থানে বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন। পরে রাত ৮টায় হামিপুর ইউনিয়নের ধুলাউদাল বালিকা মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।


জনসভায় ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, তারেক রহমানের অঙ্গীকার একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠন, যেখানে নৈরাজ্য থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, কর্মসংস্থান বাড়বে, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন হবে, আর সমাজ থেকে হানাহানি ও বিশৃঙ্খলা দূর হবে। একটি কার্যকর গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলাই তাঁর লক্ষ্য।


তিনি জানান, এসব প্রতিশ্রুতি বিএনপির ৩১ দফা কর্মসূচিতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এই দফাগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, কৃষি এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতের উন্নয়নের দিকনির্দেশনা রয়েছে।


কৃষির প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। প্রকৃত উন্নয়ন মানে কৃষকের উন্নয়ন। কৃষিকে অগ্রাধিকার দিয়েই দেশের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে হবে।”


ব্যারিস্টার কামরুজ্জামান আরও বলেন, “বিএনপির লক্ষ্য একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা। যা বর্তমান সরকারের সময়ে ভেঙে পড়েছে, আমরা সেটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই। দেশের মালিক জনগণ—সেই জনগণের হাতেই রাষ্ট্রক্ষমতা ফিরিয়ে দেবেন তারেক রহমান।”


এ সময় পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

أحدث أقدم