সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ আটক ২


আহম্মদ কবির,তাহিরপুর 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতীয় মদসহ দুইজন কে আটক করে,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি)অধীনস্থ বিরেন্দ্রনগর বিওপির টহল দল।বুধবার (৬আগস্ট)রাত দেড়টার সময় উপজেলা সীমান্তের বিরেন্দ্রনগর বিওপির আওতাধীন রংগাছড়া নামক স্থান হতে তাদের আটক করা হয়। 


আটককৃত ব্যাক্তিরা উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে সুজাফর মিয়া(৪০)একই গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে আহাদুল ইসলাম(৩০)।


বিজিবি তথ্যসুত্রে জানাযায় আটককৃত ব্যাক্তিরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে,১৩ বোতল ভারতীয় মদসহ বাংলাদেশে ফেরত আসার সময় সীমান্ত পিলার ১১৯৩/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রংগাছড়া নামক স্থান হতে বিরেন্দ্রনগর বিওপির টহল দল ভারতীয় মদসহ তাদের আটক করে।আটককৃত ভারতীয় মদের সিজার মূল্য ১৯ হাজার ৫শত টাকা। 


এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান আটককৃত আসামীদের মদসহ তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।


আহম্মদ কবির 

মোবাইল ০১৭২৫৭২৪৬০০

Post a Comment

নবীনতর পূর্বতন