সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



কুড়িগ্রামে উৎসব মুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত


মোঃ মাইনুল ইসলাম, 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ



কুড়িগ্রামে উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় কুড়িগ্রাম যুব ভবনে এ দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরুর পরে একটি বর্ণাঢ্য র‌্যালি যুব ভবন চত্বর প্রদক্ষিণ করে পুনরায় যুব ভবনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন- কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহাদাত হোসেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. মমিনুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীন, কুড়িগ্রাম জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, জেলা বিএনপির ২ নং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব এবং কুড়িগ্রাম যুব শক্তির আহ্বায়ক এম. রশিদ আলীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কুমার দাস, ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ জামিল চৌধুরী, সিনিয়র প্রশিক্ষক (মৎস্য) রনজিৎ কুমার সরকার এবং সভা সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক (ইলেকট্রিক্যাল) মো. আব্দুর রহিম। দিবসের অনুষ্ঠানে যুব সংগঠনের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত আশিকুর রহমানকে ৭৫ হাজার টাকার ঋণ প্রদান করা হয়। আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

Post a Comment

أحدث أقدم