সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



গোমস্তাপুরে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার্থীদের মাঝে সংবর্ধনা বিতরন অনুষ্ঠিত 


মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)।

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এসএসসি ও দাখিল সমমান-২০২৫ জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা বিতরন করা হয়েছে।রবিবার (১০ই আগষ্ট) বিকেল ৪:৩০ ঘটিকায় রহনপুর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এসএসসি, দাখিল ও সমমান-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা।


জেলা সভাপতি মো:সালাহউদ্দিন সোহাগ এর সভাপতিত্বে এবং সেক্রেটারী মো.আব্দুল্লাহ এর সঞ্চালনায় উক্ত আয়োজনে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক, আব্দুল মোহাইমেন। 


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর, ড. মো: খলিলুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েবে আমীর, ড. মিজানুর রহমান। এবং রাজশাহী মেডিকেলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, মো: আবুল খায়ের।


শিক্ষার্থীদের মাঝে আলোচনা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমানের পরিক্ষায় ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট, সম্মাননা প্যাকেজ ও উপহার প্রদান করা হয়।

Post a Comment

أحدث أقدم