দেওয়ানগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
আনন্দ র্যালি।
(দেওয়ানগঞ্জ প্রতিনিধি মোঃ রিফাত হাসান)
দেওয়ানগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে
আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগষ্ট) উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
আনন্দ শোভাযাত্রাটি পৌর শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ শেষে হাইস্কুল রোডের পুরতান মুক্তিযোদ্ধা অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও উপজেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি বাবু শ্যামল চন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, পৌর বিএনপির সভাপতি মনজুরুল হক মন্জু , সাধারণ সম্পাদক, আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মন্জু হোসেন, যুগ্ম আহ্বায়ক আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজেদুল ইসলাম বাদল, যুগ্ম আহ্বায়ক, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন মাহমুদ, সদস্য সচিব তৌফিকুল ইসলাম সুজন।
আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান সিনহা’র পরিচালনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই কর্মসূচিতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা অংশ নেন।
একটি মন্তব্য পোস্ট করুন