ভোলার দুই বোন পাচারচক্রের জালে, ঢাকার হোটেলে চাঞ্চল্যকর উদ্ধার
খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে গত সোমবার দুপুরে দুই বোন— মিম আক্তার (১২) ও তানহা (৯)—নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। শিশু দু’টির বাবা আবু কালাম বর্তমানে সৌদি আরবে প্রবাসে আছেন। তারা বোরহানউদ্দিন ইসলামিয়া মাদ্রাসার ছাত্রী।
নিখোঁজ হওয়ার দুই দিন পর অবশেষে পুলিশি তৎপরতায় শিশু দু’টিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার জানা যায়, পাচারকারীর মাধ্যমে মেয়েদের ঢাকা নেওয়া হচ্ছিল। ঢাকা গাবতলী চেকপোস্টে পুলিশের তল্লাশির সময় পাচারকারীরা শিশুদের নিয়ে পালিয়ে গিয়ে একটি হোটেলে ওঠে। পরে স্থানীয় জনগণের সহায়তায় পাচারকারীকে হাতেনাতে আটক করা হয় এবং শিশু দু’টিকে উদ্ধার করা হয়।
পরিবার জানিয়েছে, এ ঘটনায় এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে সন্তানদের নিরাপদে ফিরে পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।
পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের সতর্ক করা হয়েছে— শিশুদের যাতায়াত সবসময় পরিবারের মাধ্যমে নিশ্চিত করতে হবে, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।
إرسال تعليق