সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



কুড়িগ্রাম জেলায় পুলিশ নিয়োগ পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থীসহ দালাল চক্রের ৫ জনকে গ্রেফতার


মাইনুল ইসলাম

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম 


কুড়িগ্রাম জেলায় চলমান বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ জুন ২০২৫ এর মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হয় গত ১০ আগস্ট ২০২৫ তারিখ। মাঠ পর্যায়ে পরীক্ষা কার্যক্রম চলমান থাকে ১৩ আগস্ট ২০২৫ তারিখ দুপুর পর্যন্ত। মাঠ পর্যায়ে কুড়িগ্রাম জেলার পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করে প্রায় ২ হাজার জন পরীক্ষার্থী। 


মাঠ পর্যায়ে পরীক্ষা কার্যক্রম চলাকালীন সময়ে কুড়িগ্রাম পুলিশ লাইন্স গেটের বাহিরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগ দেওয়ার কথা বলে বিভিন্ন পরীক্ষার্থীদের সাথে যোগাযোগ করছে একটি দালাল চক্র এরুপ সংবাদের ভিত্তিতে গত ১০ তারিখ ২০২৫ তারিখ ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে নিয়োগ সংক্রান্ত ভূয়া কাগজপত্র সহ দালাল চক্রের ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন কচাকাটা থানাধীন নারায়নপুর কুলামুয়া কালার চর এলাকার মোঃ নুরনবী ইসলাম (১৮), কচাকাটা মাদারগঞ্জ এলাকার মোঃ হজরত আলী (৪৮) ও গাইবান্ধা ফুলছড়ি এলাকার মোঃ সোলায়মান মিয়া (৫০)। 


এছাড়াও মাঠ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন, জ্বাল কাগজপত্র ও নিয়োগ কমিটির স্বাক্ষর জ্বাল করায় আরো ২ জন পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মাঠ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় রাজারহাট কিশামত পাইকপাড়া এলাকার মোঃ নাহিদ মিয়া (১৯) ও নিয়োগ সংক্রান্ত জ্বাল কাগজপত্র ও নিয়োগ কমিটির স্বাক্ষর জ্বাল করে কৃতকার্য হওয়ার চেষ্টা করায় ফুলবাড়ী আতিয়াবাড়ি এলাকার মোঃ রাকিবুল হাসান রাকিব (১৯) কে গ্রেফতার করা হয়।


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়োগ সংক্রান্তে অসৎ উপায় অবলম্বন করায় আমরা ৫ জনকে গ্রেফতার করেছি। কুড়িগ্রাম জেলায় চলমান বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ জুন ২০২৫ এর মাঠ পর্যায়ে কার্যক্রম সম্পুর্ন মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে। আমরা ইতিপূর্বে কুড়িগ্রাম জেলায় শতভাগ সচ্ছতার সাথে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেছি। এবার নিয়োগেও এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। সম্পুর্ন মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

Post a Comment

নবীনতর পূর্বতন