সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



সাতক্ষীরায় বেলা এর আয়োজনে প্রাণ সায়ের খাল দখল-দূষণে অস্তিত্ব সংকটে আদালতের আদেশ বাস্তবায়নে সুবিধাভোগীদের মতামত সভা অনুষ্ঠিত হয়। 



মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

আজ ৬ আগস্ট বুধবার সকাল১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি হল রুমে দখল-দূষণে অস্তিত্ব সংকটে প্রাণসায়ের খাল আদালতের আদেশ বাস্তবায়নের বর্তমান প্রেক্ষিত সুবিধাভোগীদের মতামত সভা অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত সভায় সভাপতিত্ব করেন স্বদেশ নির্বাহী পরিচালক মাদকচন্দ্র দত্ত পেক্ষাপট প্রেজেন্টেশন আলোচনা করেন বেলা এর খুলনা বিভাগীও সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশন উন্নয়ন সংঘ সভাপতি পল্টু বাসার, ক্রসেন্ট এর নির্বাহী পরিচালক একে এম আবু জাফর সিদ্দিকী।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবলু,সুন্দরবন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, সাতক্ষীরা জেলা মহিলা দলের সদস্য ফরিদা আক্তার বিউটি, সৃজনী মহিলা লোকো কেন্দ্র সভানেত্রী জোসনা দত্ত, এস ডি এফ এর নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রব, মাংস ব্যবসায়ী সাধারণ সম্পাদক শেখ অলিউল ইসলাম, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী খালের পাসে ব্যবসায়ী মোঃ বায়েজিদ হোসেন, বাবু প্রমুখ। 


বক্তারা আরো বলেন এই প্রাণসায়ের খালকে নতুন প্রাণ ফিরিয়ে আনতে হবে এবং জলবদ্ধতা নিরশনের জন্য প্রাণসায়ের খাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা মনে করি। একসময় এই খালটি ছিল শহরের প্রাণ, কিন্তু বর্তমানে এটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খালের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো অপসারণ এবং বর্জ্য ফেলা বন্ধ করতে না পারলে খালের পুনরুদ্ধার সম্ভব নয়। বেত্না নদীর সংযোগস্থলে সুইচগেট অপসারণ করা ও নৌ চলাচলে বিঘ্ন ঘটানো ব্রিজগুলো অপসারণের দাবির কথা বলেন বক্তারা ।

Post a Comment

নবীনতর পূর্বতন