সন্ধানে বাংলাদেশ সংবাদ

 


টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা মূলক সভা 




তাহিরপুর প্রতিনিধি 

জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ জলাভূমি দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভা করেছে পরিবেশবাদী সংগঠন টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম। শুক্রবার (২২ আগষ্ট) দুপুরে টাঙ্গুয়ার হাওর পাড়ের জয়পুর গ্রামে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র‍্যের গুরুত্ব এবং রক্ষা করা কেন প্রয়োজন, এতে স্থানীয়দের ভূমিকা কি এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য কপিলনুর মিয়া,সদস্য নুর কালাম মিয়া,সদস্য ইব্রাহিম মিয়া,সদস্য রেনু মিয়া,সহ টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সদস্যবৃন্দ।সভায় পরিবেশ বান্ধব পর্যটন এলাকা টাঙ্গুয়ার হাওর এলাকায় হাউসবোট চলাচল,পর্যটকদের অবাধ বিচরণের কারণে হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর যে বিরূপ প্রভাব পড়ছে এই সমস্যা সমাধানে করণীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণে আলোচনা হয়। 


জানাযায় পরিবেশবাদী এই সংগঠনটি হাওরপাড়ের একঝাঁক তরুণদের নিয়ে চলতি বছরের ২৭ জুলাই কমিটি গঠন শেষে ওইদিন টাঙ্গুয়ার হাওর কে প্লাস্টিক দূষণ রোধে হাওরের বর্জ্য অপসারণ করে ওয়াচ টাওয়ার সংলগ্ন স্থানে জনসম্মুখে আগুনে ভষ্মিভুত করা হয়। 


এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিসম্প্রতি বদলী হওয়া তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম। অপরদিকে, গত ৮ আগষ্ট শুক্রবার দিনভর হাওরে আগত পর্যটকবাহী হাউসবোট মালিক, পর্যটক ও স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিলি করেন সংগঠনের সদস্যবৃন্দ। এই সংগঠনের সহ-সভাপতি অখিল তালুকদার বলেন, হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবী হয়ে একটি সম্মিলিত প্রয়াস শুরু করেছি। যা হাওরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।


আহম্মদ কবির

মোবাইল ০১৭২৫৭২৪৬০০

Post a Comment

নবীনতর পূর্বতন