কোটালীপাড়ায় তিন মাসে দেড় কোটি টাকার চায়না জাল জব্দ।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :- শেখ কামরুজ্জামান (রানা)।
কোটালীপাড়ায় তিন মাসে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১কোটি ৫০ হাজার টাকার চায়না জাল জব্দ করে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসার।
দেশীয় প্রজাতির মৎস্য রক্ষার্থে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসার তিন মাসে ৬২ বার অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার ২ শত চায়না জাল জব্দ করে।জব্দকৃত চায়না চাল উপজেলার শিল্পকলা একাডেমীর সামনে উপজেলা কর্মকর্তা ও মৎস্য অফিসারের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট )দুপুরে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ ও মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ ঘাঘর বাজারের বেপারী পট্টি অভিযান চালিয়ে দুলাল বেপারী ও বাবু খার গোডাউন থেকে ৭৬ পিস অবৈধ চায়না যান ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা।উদ্ধার অভিযানে প্রশাসনিক কর্মকর্তা,মৎস্য অফিসার ও কোটালীপাড়া থানার এ এস আই সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার মৎস্য কর্মকর্তা সিনিয়র এসএম শাহজাহান সিরাজ বলেন সমগ্র উপজেলা ব্যাপী বিগত তিন মাসে ৬২ বার অভিযান পরিচালনা করে ৩ হাজার ২ শত চায়না জাল ও ৫ হাজার মিটার কারেন্ট যান উদ্ধার করা হয় উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য প্রায় ১কোটি ৫০ লক্ষ টাকা। ভবিষ্যতে দেশীয় মৎস্য রক্ষার্থে আমাদের এ অভিযান চলমান থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )মাসুম বিল্লাহ বলেন দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর।সেই ধারাবাহিকতায় চায়না জাল ও কারেন্ট চালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
এ সময় কোটালীপাড়া উপজেলা জাতীয়বাদী দল বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২১/৮/২৫ ইং
০১৭১৮০৬৬০১৮
একটি মন্তব্য পোস্ট করুন