সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




জুডিশিয়াল পেশকারের বিরুদ্ধে নারী সাংবাদিককে যৌন হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ


নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মোঃ গোলাম কবির-এর বিরুদ্ধে এক নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অভিযোগকারী সাংবাদিক দাবি করেছেন, প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং অজ্ঞাত সন্ত্রাসী প্রেরণ করে বাড়া বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে।


ভুক্তভোগী সাংবাদিক মোসাঃ সালমা আক্তার, যিনি দৈনিক ভোরের সময় পত্রিকার কোর্ট প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন, সালমা তিনি এক লিখিত অভিযোগপত্রে জানান, তিনি আদালতের বিজ্ঞাপন বিভাগ ম্যাজিস্ট্রেট শাখা থেকে পলাতক আসামিদের বিজ্ঞপ্তি সংগ্রহ করে তার পত্রিকায় প্রকাশ করে থাকেন।এই সূত্রে তাঁর সাথে পেশকার গোলাম কবিরের পরিচয় হয়।


সালমা আক্তারের ভাষ্যমতে,এক পর্যায়ে পেশকার গোলাম কবির তাঁকে চা খাওয়ার কথা বলে গাড়িতে তুলে নিয়ে যান এবং চলন্ত অটো রিকশার ভেতরেই তাকে অশালীন ভাবে স্পর্শ করেন। ঐ সময় তিনি বাধা দেন, এবং চিৎকার চেঁচামেচি করেন তখন অটোচালক গাড়ি থামিয়ে দিলে তিনি গাড়ি থেকে নেমে যান ও লোক জড়ো হওয়ার ভয়ে মান সম্মানের কথা চিন্তা করে। তিনি তার বাসায় চলে যান। 


পরে ওই পেশকার তাকে ফোন করে এবং হোয়াটস অ্যাপে মেসেজ দিয়ে বারবার হুমকি দেন এবং বলেন, তার সঙ্গে শারীরিক সম্পর্ক না করলে বা প্রস্তাবে রাজি না হলে আদালতের কোনো বিজ্ঞাপন তার মাধ্যমে তার পত্রিকায় দেওয়া হবে না। শুধু তাই নয়, সম্প্রতি তিনি বলেন,নারী সাংবাদিক সালমা আক্তারকে এমনভাবে “শেষ করে দেবেন” যাতে কোনো প্রমাণও থাকবে না। এছাড়া অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা তাঁর বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বলে। অভিযোগ করেন সাংবাদিক সালমা।


তিনি আরো অভিযোগ করেন, জুডিশিয়াল পেশকার কবির বিভিন্ন পত্রিকার অন্যান্য প্রতিনিধিদের কাছেও তাঁর নামে অপপ্রচার করছেন, যার ফলে তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে এবং সালমার শত্রুদের সাথে হাত মিলিয়ে তার ক্ষতি করতে চাচ্ছে,সালমার সাথে দীর্ঘদিন যাবত শাহনাজ আক্তার সুমনার! বিভিন্ন বিষয় নিয়া মামলা মোকাদ্দামা চলছে,জুডিশিয়াল প্রেসকার সেই সুযোগ কে কাজে লাগিয়ে সালমার শত্রুদের সাথে হাত মিলিয়ে তাকে অজ্ঞাত মামলায় ফাসানোর চেষ্টা চালাচ্ছে, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।


এ বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দাখিল করে সাংবাদিক সালমা। তিনি যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন