গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
মোঃ মুনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসাসেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২ টা ৩০ মিনিট পর্যন্ত টানা দেড় ঘণ্টা এ অভিযান চালানো হয়।
দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী পরিচালক তানভির রহমান সিদ্দিক ও উপ-সহকারী পরিচালক মাহাবুবুর রহমান।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তদন্তে দেখা গেছে রোগীদের খাবার সরবরাহে অনিয়ম এবং অ্যাম্বুলেন্স সেবায় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া চিকিৎসক সংকটের কারণে রোগীরা স্বাভাবিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন কর্তৃপক্ষকে পাঠানো হবে, পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল হামিদ জানান, “এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম মেশিন দীর্ঘদিন ধরে অচল। অ্যাম্বুলেন্সও নষ্ট হয়ে আছে। রোগীদের খাবারের মানেও ঘাটতি রয়েছে। দুদকের অভিযানে খাবারের নিম্নমান ও অ্যাম্বুলেন্স ভাড়ায় ১০০ থেকে ২০০ টাকা বেশি নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। তবে অন্যান্য দিক মোটামুটি স্বাভাবিক আছে।”
তিনি আরও বলেন, “এখানে প্রতিদিন রোগীর চাপ অনেক বেশি, কিন্তু জনবল ও চিকিৎসক তুলনামূলকভাবে কম। ফলে রোগীরা প্রত্যাশিত সেবা পান না—এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক।”গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স-ডাক্তারের রুম শুধু পরিস্কার পরিচ্ছন্ন থাকে। আর রোগীর ঘর ও সিড়ি হয়ে উঠার জায়গা গুলো ময়লা ও দুর্গন্ধ যুক্ত থাকে বেশীরভাগ সময়!
দুদকের অভিযান:
১.রোগীদের কাছ থেকে অর্থ (ঘুষ) আদায়
২.রোগীদের হয়রানি
৩.বিভিন্ন অনিয়ম
উল্লেখ্য, ৫০ শয্যা বিশিষ্ট গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই এ উপজেলার একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র। কিন্তু পর্যাপ্ত ডাক্তার, আধুনিক যন্ত্রপাতি ও মানসম্মত সেবার ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে রোগীরা ভোগান্তি পোহাচ্ছেন।
إرسال تعليق