সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



কুড়িগ্রামে নদীভাঙন প্রতিরোধে মানববন্ধন


মো:মেহেদী হাসান খন্দকার 

ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি।। 


কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ১ নং নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরক মন্ডপ এলাকায় ভয়াবহ নদীভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় হাজার খানেক ভিটেমাটি হারানো ও বসতিহীন মানুষ অংশ নেন।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, প্রতিবছর এ এলাকার শত শত পরিবার নদীভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়ছে। ভিটেমাটি হারিয়ে অনেকেই দিশেহারা হয়ে পড়লেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান তারা।


স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙন তাদের জীবন-জীবিকা হুমকির মুখে ফেলেছে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সামনে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

Post a Comment

أحدث أقدم