বোচাগঞ্জে আদিবাসী দিবস পালিত
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে বোচাগঞ্জ উপজেলার সাদামহল কাটাবাড়ী মিশন মাঠপ্রাঙ্গণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, তীর নিক্ষেপ প্রতিযোগিতা ও আলোচনা সভা। এতে উক্ত অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক আদিবাসী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
তীর নিক্ষেপ প্রতিযোগিতায় পুরুষদলে প্রথম হয়েছে দরগাপাড়া জাগ্রতী দল এবং মহিলাদলে প্রথম হয়েছে দস্তমপুর দল।
জোহার সংঘের সভাপতি মতিন হাসদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু কায়েস বিন আজিজ, ৬নং রনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নিমাই চন্দ্র দেবশর্মা, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ শাহনাজ হুসেন জাহান নীলা, মহেশপুর ইউনিয়নের সহকারী পালপুরোহিত ফাঃ আলবাট সরেন, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার এবং রিইব এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান। আলোচনা সভাটি সঞ্চালনা করেন নিরেন মুর্মু।
বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সতন্ত্র ভূমি গঠন, ভূমি অধিকার, শিক্ষা ও জীবনযাপনের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান।
إرسال تعليق