পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে হামলা গুরুতর আহত ১
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা এলাকায় পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায় এ সময় তার সাথে থাকা ব্যবসার লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায়। রবিবার গভীর রাতে এ হামলার ঘটনাটি ঘটে গুরুতর আহত ব্যক্তির নাম সাদেক মিয়া তিনি জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডলুরাএলাকার সামাদ মিয়ার ছেলে।এ বিষয়ে চারজনের নাম উল্লেখ করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সূত্রে জানা যায় একটি রাস্তার কাজ সংস্কারের বিষয় নিয়ে ফেনী বিল গ্রামের মহসিন মিয়ার ছেলে জয়নালের সাথে কিছুদিন পূর্বে সাদেকের মনোমালিন্যতা হয়েছিল সেই মনমালিন্য কে কেন্দ্র করে ঘটনার দিন গভীর রাতে জয়নাল তার আত্মীয়-স্বজন নিয়ে সাদেককে একা পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এতে সাদেকের চোখের নিচে রক্তাক্ত ফাটা জখম হয়, এ সময় জয়নালের সাথে থাকা ইসমাইল, জুবায়ের, ও ইউনুস, মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়ে কিল গুশি লাথি দিয়ে সাদেককে রাস্তায় ফেলে দিয়ে গুরুতর আহত করে তার সুর চিৎকারে স্হানিয়রা গুরুতর আহত অবস্থায় সাদেককে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অভিযোগের বিষয় টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন