সন্ধানে বাংলাদেশ সংবাদ




চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সার মজুদে জরিমানা 


মোঃ মুনিরুল ইসলাম,

স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে মেসার্স শাজাহান ট্রেডার্স এর মালিককে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 


মঙ্গলবার (১৯ আগষ্ট ) রাতে উপজেলার

পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। 


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়:

গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পার্বতীপুর  ইউনিয়নের দেওপুরা বাজারে শাজাহান আলীর কীটনাশক দোকানে অবৈধভাবে মজুদ করা ৩৯ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা ইউরিয়া এবং ৮৮ বস্তা এমওপি সার সর্বমোট ১৭২ বস্তা সার জব্দ করা হয়েছে।


ডিলারশিপ সাব ডিলারশিপ লাইসেন্স বিহীন দোকানের সার বিক্রয় করা আইনগত দণ্ডনীয় অপরাধ। সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮(২) ধারা অনুযায়ী শাজাহান আলীকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে অভিযানস্থলে জরিমানার বিশ হাজার টাকা নগদ পরিশোধ করে প্রতিষ্ঠানটি। অভিযানে উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, গোমস্তাপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জাকির মুন্সি বলেন, ডিলারশিপ সাব-ডিলারশিপ লাইসেন্স বিহীন দোকানে সার সংরক্ষণ/বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিশ হাজার টাকা ও অবৈধ 

সার গুলো জব্দ করা হয়েছে। সংরক্ষিত সারগুলো উপস্থিত কৃষকদের নিকট সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে বলে জানান ইউএনও।

Post a Comment

নবীনতর পূর্বতন