তজুমদ্দিনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার
খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলা জেলার তজুমদ্দিনে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টায় শম্ভুপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন তজুমদ্দিন থানার এসআই (নি.) মো. শহীদুল আলম।
গ্রেফতাররা হলেন— নুর নাহার (২৩), মো. রাহিম (২২) ও মো. রামিম (২১); তিনজনই শম্ভুপুরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, নিয়মিত অভিযান চালালে মাদক ব্যবসা কমে যাবে এবং যুব সমাজ রক্ষা পাবে। পুলিশ বলছে, মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।
إرسال تعليق