সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



ভোলায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত


রিপোর্টার: আফলাম মাহমুদ রাসেল। 


বদলে যাচ্ছে আবহাওয়ার চিরচেনা চরিত্র প্রচুর পরিমাণে গাছ লাগানো এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিবছর সারাদেশে ফলজ বৃক্ষ রোপনের পরিকল্পনা হাতে নিয়েছে বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিবারের ন্যায় এবারো দেশ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি সারা দেশে পালিত হচ্ছে সেই ধারাবাহিকতায় সোমবার (১৮ আগস্ট ) সকাল ৭ টায় ভোলা সদর কেন্দ্রীয় ঈদগাহের মাঠে ও বেলা ১১ টার দিকে চরফ্যাশনে এবং মনপুরা উপজেলাতে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। 


এ সময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্দোগে ভোলা সদর উপজেলা প্রায় ৫০০টি গাছ বিরতন করা হয় ও চরফ্যাশনের ৪০০ এর মতো এবং মনপুরাতে ১০০০ পিস ফলের গাছ বিতরণ করে।

বিতরনকৃত গাছ গুলোর মধ্যে রয়েছে আম গাছ (রুপালি, হাড়ি ভাংঙা, ল্যাংড়া, ফজলি এবং হিমসাগর জাতের) এবং অধিক ফলনশীল বড়ই গাছ, পেয়ারা, লেবু গাছ সহ অন্যান্য দেশীয় ফলের গাছ। 

 

এই সময়ে উপস্থিত থাকেন নাঈম হোসাইন (প্রকল্প নির্বাহী) দাতব্য ও সমাজসেবা বিভাগ: আস-সুন্নাহ ফাউন্ডেশন তিনি বলেন, 

গরমের তীব্রতায় পুড়ছে দেশ জলবায়ু পরিবর্তনের কারনে তাই গাছ লাগানোর গুরুত্ব ও ফযীলত অপরিসীম ভূমিকা, সাধারণ মানুষ থেকে অর্থ সংগ্রহ করে দেশের প্রত্যন্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এই কার্যক্রম করে থাকছি যদি কেউ মানুষ কিংবা প্রাণীকূলের উপকার সাধনের লক্ষ্যে ফলজ বা বনজ গাছ রোপণ করে এবং এর মাধ্যমে সাওয়াবের আশা করে, তবে এটি একটি উত্তম সাদাকায়ে জারিয়াহ; যার সওয়াবের ধারা ব্যক্তির মৃত্যুর পরও অব্যাহত থাকতে পারে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তাহলে তা সে ব্যক্তির জন্য সাদাকাস্বরূপ।’ (সহীহ বুখারী: হাদীস-২৩২০, সহীহ মুসলিম: হাদীস-১৫৫৩)

আস-সুন্নাহ ফাউন্ডেশন সাধারণত উন্নত জাতের ফলজ গাছ লাগানোর চেষ্টা করে।

তাই আজকে ভোলাতে গাছ বিতরণ করা হয়েছে যাতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি গরিব মানুষের অর্থ সংস্থানও হতে পারে।

Post a Comment

নবীনতর পূর্বতন