সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



কুড়িগ্রামের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও মোটরসাইকেল-সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


 নুর মোহাম্মদ (রোকন) কুড়িগ্রাম :




কুড়িগ্রামের চর রাজিবপুর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আজ ০৯ আগস্ট বিকাল ৪টা ৪৫ মিনিটে টাঙ্গালিয়াপাড়া গ্রামের আব্দুল মালেকের বাড়ির সামনে চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী মোঃ আসলাম মিয়া (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।


পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মোঃ আসলাম মিয়া কুড়িগ্রাম পৌরসভা ০৪ নং ওয়ার্ড, হরিকেষ এলাকার বাসিন্দা এবং মোঃ কবির আলীর ছেলে।


গ্রেপ্তারের সময় আসামির ব্যবহৃত একটি ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পুরাতন ডায়াং মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।


রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, "গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।"


চর রাজিবপুর থানা পুলিশের এই অভিযান মাদক নির্মূলের প্রচেষ্টা হিসেবে গুরুত্ব বহন করছে এবং স্থানীয় জনগণের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে।

Post a Comment

أحدث أقدم