দিনাজপুরে ২৮৫ দরিদ্র পরিবারের গ্র্যাজুয়েশন, পুরস্কার বিতরণ করলেন ইউএনও
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
২০ আগষ্ট বুধবার শহরের মাতাসাগরস্থ নাজমা গার্ডেন মিলানায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ এর আয়োজনে ২০২৩ সালের নির্ধারিত অতি দরিদ্র ২৮৫ জন উপকারভোগী যারা ২ বছর পূর্তিতে গ্র্যাজুয়েশন পেয়েছেন তাদের নিয়ে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিস এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে গ্রাজুয়েশন উপকারভোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ গোলাম আযম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার শাহিনা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরভী আক্তার। আল্ট্রপোর গ্র্যাজুয়েশনের ধারাবাহিক বর্ণনা তুলে বক্তব্য রাখেন ফিল্ড টেকনিক্যার প্রোগ্রাম স্পেশালিস্ট লাভলীহুড, কাজল কুমার দে। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএনডিসি’র সভাপতি আকরাম হোসেন বাবলু, সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ বেলাল হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার শিশির রোজারিও। সভাপতির বক্তব্যে অরবিন্দ সিলভেস্টা গমেজ বলেন, আগামী পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে দরিদ্র ও হতদরিদ্র পরিবার যাচাই কল্পে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌরসভাতে পারিবারিক তথ্য জরিপ কার্যক্রম ওয়ার্ল্ড ভিশন পরিচালনা করছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন শিক্ষা ও শিশু নিরাপত্তা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন ও জীবিকায়ন কর্মসূচী বাস্তবায়নে স্থানীয় জনগন ও সংগঠন ধর্মীয় নেতৃবৃন্দ কে সম্পৃক্ত করে কাজ করে যাচ্ছে। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা বলেন, জিও-এনজিওদের সমন্বয় অতি-দরিদ্র পরিবারের সদস্যদের জীবন মান উন্নয়নেই আজকের এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠান কাউকে পিছনে ফেলতে নয়, তাদেরকে উন্নয়নের মূল স্রোতে আনতে ওয়ার্ল্ড ভিশন যথেষ্ট ভূমিকা রাখছে।
একটি মন্তব্য পোস্ট করুন