সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



কার্পাসডাঙ্গায় " ও স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠান" অনুষ্ঠিত



মোঃ লিয়াকত আলী

দামুড়হুদা প্রতিনিধি 



আজ ২০ আগস্ট বুধবার চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজলার ০৩ নং কার্পাসডাঙ্গা ইউনিয়নের "বাঘাডাঙ্গা গামে অবস্থিত আশির্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারে

শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরন করা হয়েছে।


বাঘাডাঙ্গা আশির্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারের শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার জনাব তিথি মিত্র, উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জিন্স মন্ডল, স্কুলের ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাঘাডাঙ্গা আশির্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টার, বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ আকরাম খান। 


এছাড়াও আরো উপস্থিত ছিলো সচেতন মহলের অভিভাবক মোঃ মেহেদী হাসান মিলন, অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা এবং ছাত্রছাত্রী বৃন্দু । 


অত্র বিদ্যালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র উপকরণ বিতরণ অনুষ্ঠানে বাঘাডাঙ্গা আশির্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারের কমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- 


শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড। একটি শিশুকে ভালো শিক্ষা দিতে পারলে তার নিজের জীবন তো বটেই, পুরো সমাজেরও পরিবর্তন আনা সম্ভব।





বিশেষ অতিথি মোঃ আকরাম খান পুলিশ ইনচার্জ অফিসার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি । তিন বলেন অনেকে শিক্ষা ও স্বাস্থ্য আজকের এই উপকরণগুলো হয়তো ছোট, কিন্তু এগুলি আপনাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার পথে একটি বড় সহায়ক হবে। স্বাস্থ্যই সকল সুখের মূল। একটি সুস্থ মন ও শরীর ছাড়া কোনো কাজেই সাফল্য আসে না। 


আমরা বিশ্বাস করি, শুধু বই-খাতা নয়, স্বাস্থ্য সুরক্ষার উপকরণও সমান গুরুত্বপূর্ণ। তাই আজ আমরা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করছি।


আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি শুধু কিছু উপকরণ বিতরণ নয়, বরং আপনাদের পাশে থাকার একটি অঙ্গীকার। আমরা চাই, কোনো শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং কোনো পরিবার যেন স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে।


"আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ ও শিক্ষিত সমাজ গঠনে কাজ করি।"

Post a Comment

أحدث أقدم